জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকা ডাক্তারের তালিকা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার সর্বাধুনিক গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল যা হৃদরোগীদের সব ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগর থানা, ঢাকায় অবস্থিত। হৃদরোগ বর্তমান সময়ে একটি অতি গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ রোগ স্বাস্থ্যগত অবস্থা যা হৃদযন্ত্র ও রক্তনালীর কার্যকারিতা ব্যাহত করে। একজন হৃদরোগ বিশেষজ্ঞ মানবদেহের হৃদরোগের রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের কাজ করে থাকেন। তথ্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 02-9122560-74।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকা ডাক্তারের তালিকা

কনসালটেন্টগানের নাম  পদবী সময় মোবাইল নাম্বার
ডাঃ শাহাবুদ্দিন খান  প্রফেসর সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ খন্দকার সহিদ হোসেন  প্রফেসর সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ মোঃ আক্তারুজ্জামান সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ মোঃ আনোয়ার হোসেন সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ আশরাফুল আলম সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ এ কে এম এনামুল হক সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ মোঃ মোজাম্মেল হক সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ মোঃ জুল্লুর রহমান সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ মোঃ ওয়ালিদুর রহমান সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ বাবুল মল্লিক সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ মোঃ আনিসুল গনি খান কনসালটেন্ট সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ এ কে এম কুদরাত ই হাসান রুবেল সহকারী রেজিস্ট্রার সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ নুপুর কর অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা 02-9122560-74
ডাঃ সনজীব চৌধুরী সহকারী অধ্যাপক সকাল ১০:০০ টা হতে রাত  ১০:০০ টা
02-9122560-74

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটও হাসপাতাল ৭০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। হৃদরোগে আক্রান্ত ব্যাক্তি এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে পারে। তবে এই হাসপাতালে ভর্তি হতে গেলে জরুরী বিভাগ থেকে ১৫ টাকার ভর্তি ফর্ম পূরণ করতে হয়। তবে কর্মরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ি
রোগী ভর্তি ও বিভাগ নির্ধারিত হয়। এই হাসপাতালে সাধারণ বেডের পাশাপাশি পেয়িং বেড, নন এসি কেবিন ও এসি কেবিন রয়েছে। পেয়িং বেডের জন্য প্রতিদিন ২২৫ টাকা, নন এসি কেবিন ৪৭৫ টাকা এবং এসি কেবিনের জন্য ১০০০ টাকা জমা দিতে হয়।

অন্তঃবিভাগের পাশাপাশি বহির্বিভাগ থেকে হৃদরোগে আক্রান্ত চিকিৎসা সেবা গ্রহন করতে পারে। সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৮.৩০ থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগ থেকে রোগী সেবা দেওয়া হয়। তবে বহির্বিভাগে ডাক্তার দেখাতে হলে ১০ টাকার টিকিটের প্রয়োজন হয়। প্রতিদিন মেডিকেল অফিসারের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার বহির্বিভাগে রোগী চিকিৎসা করেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট জরুরী বিভাগে কর্মরত ডাক্তার এবং নার্স বিভিন্ন ধরণের জরুরী রোগীদের চিকিৎসা দেয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। হাসপাতালের অত্যন্ত দক্ষ ও সুপ্রশিক্ষিত ডাক্তার ও নার্স দ্বারা গঠিত জরুরী বিভাগ ২৪ ঘন্টাই খোলা থাকে, যারা সকলেই রোগীর জীবন রক্ষায় সচেষ্ট। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রোগী বহনের জন্য ৯ টি এ্যাম্বুলেন্স রয়েছে। সাধারণ এই এ্যাম্বুলেন্স গুলো হাসপাতালের রোগী বহনের জন্য ব্যবহার করা হয়। ঢাকা মহানগরীর মধ্যে এ্যাম্বুলেন্স ভাড়া দিতে হয় ৮৫০ টাকা। যেকোন সময় এ্যাম্বুলেন্স সেবা পেতে যোগাযোগ করুন ৯১২২৫৬০ ও ৮১২০০৩৩ এই নম্বরে।

Leave a Comment